কিভাবে মানুষের সঙ্গে দক্ষতার সাথে কথা বলবেন / How to skillfully talk to people

  যখন আপনি মানুষের সঙ্গে কথা বলবেন তখন তার নিকট যে শব্দটি পৃথিবীর সবথেকে আকর্ষনীয় শব্দ সেটি খুঁজে বের করুন।
 
  তাহলে তাদের নিকট সবথেকে আকর্ষনীয় শব্দ কোনটি...?
    "Themselves"
   
    হ্যাঁ নিজেদের সম্পর্কিত বিষয়গুলো তাদের নিকট সবথেকে বেশি আকর্ষণীয়। যখন আপনি তাদের সাথে তাদের নিজেদের ব্যাপারে কথা বলবেন, তখন তারা আপনার কথা শোনার জন্য গভীরভাবে আগ্রহী ও প্রচণ্ড মুগ্ধ হয়ে যাবে।
  .
    আপনার ব্যাপারে তাদের মনে ভালো ধারণা তৈরি হবে। যখন আপনি মানুষের সাথে তাদের ব্যাপারে কথা বললেন তখন যেন আপনি তাদের সাথে কথা বলার ব্যাপারে সঠিক পথ অবলম্বন করলেন।  কারণ আপনি তখন মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য অনুযায়ী কথা বলছেন। কিন্তু আপনি যদি নিজের সম্পর্কে বলতে শুরু করেন তাহলে সেটা হবে ভুল পথ অবলম্বন করা।  আপনি যেন মানুষের স্বভাবগত বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক পথ অবলম্বন করছেন।
  .
  আপনি আপনার অভিধান থেকে এই তিনটি শব্দ মুছে ফেলুনঃ-----
  " আমি, আমার, আমাকে"
 
এর পরিবর্তে আপনি একটি বিকল্প শব্দ ব্যবহার করুন যা হবে মানুষের মুখ দ্বারা উচ্চারিত সবথেকে শক্তিশালী শব্দ।
"তুমি, আপনি "

যেমন বলুন ----  এটা আপনার জন্য, আপনি যদি এটা করেন তাহলে আপনি উপকৃত হবেন,  এটা আপনার পরিবারের জন্য খুব ভালো হবে, আপনারা উভয় সুবিধাই পাবেন ইত্যাদি।
.
আপনি যদি আপনি তুমি শব্দ ব্যবহার উপযুক্ত মনে না হয় তাহলে "আপনি/ তুমি" সম্পর্কে কথা বলুন। এতে "আমি /আমাকে" আমার বলার চেয়ে আপনার ব্যক্তিগত নৈপুণ্যতা, প্রভাব বিস্তারকারী ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।
.
নিঃসন্দেহে এটা অনেক কঠিন ও সময়ের ব্যাপার। তবে অনুশীলন করতে থাকলে আপনি এটা খুব ভালোমতো আয়ত্ব করতে পারবেন।
.
মানুষের  সাথে কথা বলার আরও একটি পদ্ধতি হলো তাদের সম্পর্কে বিষয়গুলো জিজ্ঞাসা করুন। আপনি খুঁজে বের করুন কোন বিষয়ে কথা বলতে তারা বেশি আগ্রহী। বিশেষ করে তাদের কাজকর্ম, তাদের ব্যবসা, তাদের পরিবার। তাদের সম্পর্কে যে মানুষগুলো সম্পর্কে তারা বেশি আগ্রহী। যে কাজ সম্পর্কে বেশি আগ্রহী সেগুলো জিজ্ঞাসা করুন। এই বিষয়টির মধ্যে এসব প্রশ্ন হতে পারে যেমনঃ

(১)আপনার পরিবারের সবাই কেমন আছে..?

(২) আপনার যে ছেলে আর্মিতে ছিল সে কি বাড়িতে এসেছে...?

(৩)আপনার যে মেয়ের বিয়ে হয়ে গেছে সে এখন কোথায় আছে...?

(৪)আপনি এই কোম্পানিতে কতদিন আছেন?

(৫) আপনার দেশের বাড়ি কোথায...?

(৬) এ বিষয়টি সম্পর্কে আপনার কি ধারণা...?

(৭) এটা কি আপনার পরিবারের ছবি....?

(৮)আপনার পরিবার কি আপনার সঙ্গে থাকে...?

  আমাদের অধিকাংশ কথাই কার্যকরী হয় না তার কারণ হলো আমরা অনেক ব্যস্ত চিন্তা ভাবনা করি এবং নিজেদের সম্পর্কে বলার চেষ্টা করি। কিন্তু আসল বিষয় হল আপনি কিভাবে উপস্থাপন করেছেন তার থেকে গুরুত্বপূর্ণ শ্রোতা আপনার কথা কতটুকু মনোযোগ দিয়ে শুনছে। তাই তাদেরকে তাদের সম্বন্ধে বলতে দিন।
  .
  এসব জিনিস গুলো যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন অনেক অভিজ্ঞ কনভারসেশনিস্ট।
 
.
আমাদের ব্লগ পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ নিয়মিত ভিজিট করতে থাকুন আমাদের ব্লগে। জানতে থাকুন নতুন নতুন তথ্য।




#CommunicationSkill #Conversation #Contact #communicate #humanrelation #relation #কমিউনিকেশন #যোগাযোগ #সম্পর্ক #মানবিকসম্পর্ক  #যোগাযোগদক্ষতা


Post a Comment

0 Comments